অনলাইন ডেস্ক
২০১৮ সালের ১২ই মে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মধ্য দিয়ে মহাকাশের পথে যাত্রা শুরু করে বাংলাদেশ। সেই যাত্রায় স্যাটেলাইট ক্লাবের ৫৭তম দেশের কাতারে নাম লেখায় বাংলাদেশ।
বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বর্তমানে দেশেয় ৪০টি টিভি চ্যানেল ও ২৬টি বিদেশি চ্যানেল চলছে। এছাড়াও সেবার মধ্যে আকাশ, ডিটিএইচ, বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ, সামরিক ও নিরাপত্তা বাহিনী এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানও এই স্যাটেলাইটের সেবা নিচ্ছে।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ছয় বছর পূর্তি উপলক্ষে রোববার রাজধানীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে বক্তারা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্যাটেলাইটের প্লাটফর্ম তৈরী করেছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে তা পিছিয়ে গেলেও বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন পূরণ করেছেন বলে মন্তব্য করেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মালিক।
ভবিষ্যতে বাংলাদেশে কোনো বিদেশি টিভি চ্যানেল দেখাতে হলে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আসতে হবে বলে জানান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান।
অনুষ্ঠানে অংশ নিয়ে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, আগামী ৫ বছরের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ মহাকাশে উৎক্ষেপণ করা হবে।
ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই অনুষ্ঠানে যুক্ত হয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ সহজ করা গেছে। একইসাথে সাশ্রয় হচ্ছে বৈদেশিক মুদ্রার। আর গণমাধ্যমের ব্যপ্তিতে বঙ্গবন্ধু স্যাটেলাইট গুরুত্বপুর্ণ ভূমিকা রাখছে বলে জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এম এ আরাফাত।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা