বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার নির্দেশে বিশেষ ব্যবস্থাপনায় বেতার ভবনের নিচ তলায় স্থাপিত ফিভার ক্লিনিকে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ৯০ জন রোগী শনিবার (৪ এপ্রিল) সেবা গ্রহণ করেছেন। এরমধ্যে ২১ জন রোগীর করোনা ভাইরাস টেস্টে-এর জন্য স্যাম্পল সংগ্রহ করে একই ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনা ভাইরাস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
এ নিয়ে ৪ এপ্রিল পর্যন্ত ৪৩ জন রোগীর স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা করা হলো। পরীক্ষার ফলাফল আইইডিসিআর কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ল্যাবরেটরিতে বিভিন্ন হাসপাতাল/প্রতিষ্ঠান থেকে পাঠানো স্যাম্পলসমূহও পরীক্ষা করা হচ্ছে। এদিগে করোনার প্রার্দুভাব প্রতিরোধের কারণে সরকার ঘোষিত ছুটিকালীন সময়েও রোগীদের সুবিধার্থে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সকল বহির্বিভাগের কার্যক্রম সকাল ৮টা ৩০ মিনিট হতে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পূর্বের ন্যায় চালু থাকবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশক্রমে সম্মানিত রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান এক অফিস আদেশ দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সকল বহির্বিভাগে চিকিৎসাসেবা প্রদান, ফিভার ক্লিনিকে চিকিৎসাসেবা প্রদান, জরুরি বিভাগসমূহে চিকিৎসাসেবা প্রদান এবং হেল্প লাইনে চিকিৎসাসেবা দানের পাশাপাশি অত্র বিশ^বিদ্যালয়ের বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত “বিশেষজ্ঞ হেলথ লাইন” চালু করা হচ্ছে। ৫ এপ্রিল টেলিফোনে বিশেষজ্ঞ পরামর্শ সেবা কেন্দ্র “বিশেষজ্ঞ হেলথ লাইন” এর শুভ উদ্বোধন করবেন মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ উপস্থিত থাকবেন। এদিগে আজ ৪ এপ্রিল ২০২০ তারিখ সকালে ডা. মিল্টন হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে রিউমাটোলজি বিভাগের অধ্যাপক বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে হাসপাতালসমূহের ব্যবস্থাপনা, পিপিইসহ সুরক্ষা সামগ্রীর ব্যবহার বিধি, বর্জ্য অপসারণ, করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তির নিরাপদ সৎকার/দাফন ইত্যাদি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন করেন। সেখানে যথাযথ দূরত্ব বজায় রেখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমানসহ সংশ্লিষ্ট ডীনবৃন্দ, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা