বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী মুজিব শতবর্ষকে সামনে রেখে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে টিএসসি প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া প্রধান অতিথি হিসেবে আমের বোলসহ আমের চারা লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রোগী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডিন অধ্যাপক ডা. খন্দকার মানজারে শামীম, ডিন অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক, অধ্যাপক ডা. সেলিমুর রহমান, প্রধান প্রকৌশলী এ কে এম হাবিবুর রহমান, অতিরিক্ত পরিচালক ডা. নাজমুল করিম মানিক, সহযোগী অধ্যাপক ডা. কে এম তারিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. কৃষ্ণপ্রিয় দাশ, সমাজসেবা অফিসার সিতারা ইয়াসমিন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ রোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপাচার্য, সম্মানিত উপ-উপাচার্যবৃন্দ, সম্মানিত কোষাধ্যক্ষ, সম্মানিত পরিচালক (হাসপাতাল) মহোদয় এ সময় আম, জাম, লিচু, লেবু, আমলকি, জামরুলসহ বিভিন্ন ফলের চারা ও নিমের চারা রোপন করেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা