বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম বাংলাদেশি হিসেব সেঞ্চুরি করলেন বাঁ-হাতি ওপেনার নাজমুল হোসেন শান্ত।
শনিবার (১১ জানুয়ারি) টুর্নামেন্টের ৪২তম ম্যাচে ঢাকা প্লাটুনের বিপক্ষে ৫১তম বলে সেঞ্চুরি হাঁকান তিনি। শেষ পর্যন্ত ৫৭ বলে অপরাজিত ১১৫ রান করেন শান্ত। তার এ ইনিংসে ৮টি চার ও ৭টি দর্শনীয় ছয়ের মার ছিল।
চলমান আসরে এটি তৃতীয় সেঞ্চুরি। এর আগে সিলেট থান্ডারের ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ও কুমিল্লা ওয়ারিয়র্সের ডেভিড মালান সেঞ্চুরি করেছিলেন।
এছাড়া বিপিএলের ইতিহাসে এটি ২১তম সেঞ্চুরি। এর মধ্যে পাঁচটি সেঞ্চুরি বাংলাদেশি ব্যাটসম্যানদের। অর্থাৎ বিপিএলের ইতিহাসে বাংলাদেশের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করলেন শান্ত।
কোয়ালিফাইয়ারে খুলনা-রাজশাহী, এলিমিনেটরে ঢাকা-চট্টগ্রাম
এর আগে বাংলাদেশের পক্ষে শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, সাব্বির রহমান ও তামিম ইকবাল সেঞ্চুরি করেছেন।
চলমান বিপিএলের দুই দুইবার সেঞ্চুরির কাছে গেলেও সেঞ্চুরি পূরণ করা হয়নি বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের। সর্বশেষ গত ম্যাচেও মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন তিনি।
শুক্রবার (১০ জানুয়ারি) কুমিল্লার বিপক্ষে ৫৭ বলে অপরাজিত ৯৮ রান করেন মুশফিক। এর আগে চলমান বিপিএলে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ৯৬ রান করে আউট হন খুলনার এ অধিনায়ক।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা