বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে ঢাকায় আসছেন বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ। শুক্রবার (২৯ নভেম্বর) মুম্বাইয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেলকে ঢাকায় আসার বিষয়ে বলিউডের এই দুই সুপারস্টার নিশ্চিত করেন।
এদিকে অরিজিৎ সিংহের সঙ্গে আলোচনা হলেও তার আসার বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। তবে ভারতীয় একজন গায়ক বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বলে জানিয়েছেন শেখ সোহেল।
এদিকে সালমান-ক্যাটরিনা ছাড়াও বলিউড হিরো জন আব্রাহাম, টাইগার স্রফের আসার কথা রয়েছে। তবে তাদের বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তিন নিয়মই সুপারফিট মোহময়ী ক্যাটরিনা!
তিনি আরও জানান, অনুষ্ঠানে দেশি-বিদেশি খ্যাতনামা তারকাদের মেলা বসবে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে। দেশীয় শিল্পীদের মধ্যে থাকবেন মমতাজ ও জেমস।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিপিএলের সপ্তম আসর বিশেষভাবে আয়োজিত হতে যাচ্ছে। বিশেষ এই আসরে থাকছে না কোনো ফ্র্যাঞ্চাইজি।
বঙ্গবন্ধু বিপিএল মাঠে গড়াচ্ছে ডিসেম্বরের ১১ তারিখ, তার আগে ৮ ডিসেম্বর মিরপুরে হবে বেশ সাড়া জাগানো উদ্বোধনী অনুষ্ঠান। যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে উপস্থিত থেকে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কাউন্ট ডাউনও শুরু হবে সেদিন থেকে। এরপরই শুরু হবে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান।
১১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ‘বঙ্গবন্ধু বিপিএল’ চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। এবারের বিপিএলের লিগ পর্বের ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু তালিকায় রয়েছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা