অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ভোলা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে টেলিফোনে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, জাতির পিতা বলেছিলেন, ‘আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে’-এটাই আমার জীবনের স্বপ্ন।’
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছেন। করোনার এই কান্তিকাল থেকে ব্যবসা-বাণিজ্যের ক্ষতি পুষিয়ে নিতে প্রায় ৭৩ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন। অন্যদিকে দেশে যেন খাদ্য ঘাটতি না হয় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ কোটি মানুষকে খাদ্য সহায়তার আওতায় আনার ঘোষণা দিয়েছেন।
স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তোফায়েল আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রীর দিক-নিদের্শনায় এলাকার দুঃস্থ অসহায় মানুষের তালিকা প্রস্তুত করা হয়েছে। আসন্ন রমজান মাসে আমার ব্যক্তিগত তহবিল থেকে ৮ হাজার পরিবারকে ২ দফা খাদ্য সহায়তা দেব। ভোলায় একজনও অনাহারে থাকবে না।’
রাজধানীর বনানীর বাসা থেকে টেলিফোনে অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ। এ সময় অন্যন্যের মধ্যে যুক্ত ছিলেন- ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, যুগ্ম-সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদারসহ ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা