মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবির্ভাব না হলে এ দেশ আজও স্বাধীন হতো না। তাই বাঙালি জাতি বঙ্গবন্ধুর কাছে চিরঋণী। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে তাঁর আদর্শকে হৃদয়ে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে।
বুধবার (১১ মার্চ) সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ১৩তম বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যেমন দেশপ্রেমিক ছিলেন তেমনি তাঁর কন্যা শেখ হাসিনাও একজন খাঁটি দেশপ্রেমিক। এ দেশের প্রতি প্রধানমন্ত্রীর রয়েছে গভীর মমত্ববোধ। এর আগের স্বাধীনতাবিরোধী সরকার যারা রাষ্ট্রক্ষমতায় ছিল তারা গরীব টাকা আত্মসাৎ করেছে, লুঠপাট করেছে দেশের অর্থ সম্পদ।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার প্রতি অত্যন্ত আন্তরিক। তিনি ক্রীড়াঙ্গনকে আরো শক্তিশালী ও উন্নত করার জন্য তাঁর চেষ্টা অব্যাহত রেখেছেন। ইতোপূর্বে কোনো সরকার খেলাধুলার প্রতি এমন মনোযোগ দেয় নি।
জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ এর সভাপতিত্বে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসিবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী স,ম রেজাউল করিম, সাতক্ষীরা -১ আসনের সংসদ সদস্য এডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম , টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ভোরের পাতার সম্পাদক ড.কাজী এরতেজা হাসান, জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন প্রমুখ ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা