অনলাইন ডেস্ক
বগুড়া সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার জেরে নিহতের অনুসারীরা বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে হামলা চালিয়ে একজনকে পিটিয়ে হত্যা করেছে। সোমবার (৯ ই সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার গোকুল বন্দরের গোডাউন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে বন্ধুদের সাথে নিয়ে গোকুল বন্দর গোডাউন এলাকায় গল্প করছিলেন মিজান। ওই সময় মোটরসাইকেল যোগে কয়েকজন যুবক ঘটনাস্থলে এসে মিজানকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে মিজানের ওপর হামলার সময় তার সাথে থাকা বন্ধুরা লেদু নামে একজনকে আটক করে মারধর করে।
লেদুকে মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে হামলা চালিয়ে আবারো লেদুকে মারধর করা হয়। এ সময় তার মত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) সাইহান ওলিউল্টলাহ জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের উদ্ধারে পুলিশের অভিযান চলছে।
আরোও পড়তে পারেন : ‘লাপাতা লেডিজ’-এ গল্প চুরির অভিযোগ, মুখ খুললেন লেখক