অনলাইন ডেস্ক
বাবর আলী জানান, পেশার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন দেশীয় ও আর্ন্তজাতিক প্রতিষ্ঠানে স্বল্পমেয়াদী কাজ করেছেন। এভাবেই ভ্রমণের টাকা যোগাড় করে এডভেঞ্চার ট্যুর দিতে পছন্দ করতেন তিনি ।
বাবর জানান, ভ্রমণের নেশা ছিলো অনেক আগে থেকেই। তবে অন্যদের দেখে নয়, বই পড়েই প্রথম এভারেস্টে যাওয়ার প্রতি অণুপ্রাণিত হন তিনি। স্কুলে থাকতে সমরেশ মজুমদারের ‘গর্ভধারিনী’ বই পড়ে হিমালয়কে দেখার ইচ্ছে হয় তাঁর। ২০১০ সালে প্রথম হিলট্রাস্কে যান তিনি। তারপর থেকেই বারবার হিমালয় চূড়ায় যাওয়ার জন্য মন টানে।
আরেক বাংলাদেশি হিসেবে আজ রোববার (১৯ মে) বাংলাদেশ সময় সাড়ে ৮টায় বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী। হিমালয়ের শীতিধার চূড়ায় বাবর আলী রওনা দিয়েছিলেন পহেলা এপ্রিল। চূড়াটি পর্বতের ১৫ হাজার ৫০০ ফুট ওপরে। সকাল সাড়ে ৮টায় সেখানে বাংলাদেশের পতাকা ওড়ান তিনি ।
মাউন্ট এভারেস্টে প্রথম বাংলাদেশি হিসাবে ২০১০ সালে মুসা ইব্রাহীম হিমালয় চূড়ায় পতাকা তুলেছিলেন। তার এক বছর পর ২০১১ সালে দ্বিতীয় বাংলাদেশি হিসাবে এম এ মুহিত এভারেস্ট শৃঙ্গে ওঠেন।
এরপর ২০১২ সালে বাংলাদেশের প্রথম নারী হিসাবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। তার পরের বছর ওয়াসফিয়া নাজরীনও ওঠেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে।
তার ১১ বছর পর ২০২৪ সালে পঞ্চম বাংলাদেশি হিসাবে এভারেস্ট চূড়ায় উঠলেন বাবর আলী।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা