জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলির সদস্য, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট অব: রফিকুল ইসলাম বীরপ্রতীক শনিবার (২১ র্মাচ) দুপুর ৩-৪০টায় সিএমএইচ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছল ৭৬ বছর। তিনি পাকিস্তান বিমান বাহিনীর দুর্ধর্ষ প্যারা ট্রুপার কমান্ডো ছিলেন। তিনি পাকিস্তান বিমানবাহিনী থেকে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বীরত্বপূর্ণ অবদান রাখেন।
তিনি মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর প্রতীক খেতাব পান। তিনি ১৯৭৬ সালে কর্নেল তাহেরের নেতৃত্বে সিপাহী বিদ্রোহে অগ্রণী ভূমিকা রাখেন। সামরিক শাসক জিয়ার ১নং সামরিক আদালতে তার কারাদণ্ড হয়। পরবর্তীতে ২০১১ সালে হাইকোর্টের নির্দেশ মোতাবেক তাকে সকল দায় থেকে মুক্তি দিয়ে ক্ষতিপূরণসহ তার সকল বেতন-ভাতাসহ পাওনা পরিশোধের জন্য সরকারকে নির্দেশ দেন। ফ্লাইট সার্জেন্ট রফিকুল ইসলাম ১৯৮০ সাল থেকে জাসদ রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি সর্বশেষ জাসদ কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলির সদস্য ছিলেন।
তার মৃত্যুতে জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
তারা বলেন, সার্জেন্ট রফিকুল ইসলাম জাতির একজন শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ দেশপ্রেমিক ও একজন মহান বিপ্লবী। আজ বাদ এশা মীরপুর-২ জান্নাতুল ফেরদৌস মসজিদে নামাজে জানাজা শেষে তাকে মীরপুর বীরমুক্তিযোদ্ধা কবরস্থানে দাফন করা হবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা