অনলাইন ডেস্ক
মঙ্গলবার (২৫ আগস্ট) শেরেবাংলা নগর পরিকল্পনা কমিশনের এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত ২০২০-২১ অর্থবছরের ৬ষ্ঠ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। একনেক সভা শেষে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বন্ধ প্রেক্ষাগৃহ হল মালিকেরা পুনরায় চালু করতে চাইলে প্রধানমন্ত্রী আর্থিক সহায়তা দেবেন। তবে তার আগে প্রেক্ষাগৃহের মালিকদের আবেদন করতে হবে। সরকার বন্ধ প্রেক্ষাগৃহ বাঁচাতে আর্থিক ঋণ সহায়তার ব্যবস্থা করে দেবে।’
আজকের একনেকের সভায় ২ হাজার ৫৭০ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে ৫টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে অন্যতম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (১১টি)’ প্রকল্প অনুমোদন। এতে ব্যয় হবে ৭৯৮ কোটি ৯১ লাখ টাকা। ২০২০ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুনের মধ্যে সরকারের অর্থায়নে এ প্রকল্পে বাস্তবায়ন করা হবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা