বিরাট কোহলির এক ধাক্কায় ছিটকে দিলেন বলিউডের বড় বড় নামকে। ফোর্বসের ভারতীয় সেলিব্রিটিদের ১০০ জনের তালিকায় প্রথমবার শীর্ষে জায়গা করে নিলেন ভারত অধিনায়ক।
আট বছরের প্রথমবার কোনও ক্রীড়াবিদ এই জায়গায় পৌঁছলেন। এর আগে শীর্ষ স্থান দখলে থাকত অভিনেতাদেরই।
২০১৮-র ১ অক্টোবর থেকে ২০১৯-এর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিরাট কোহলি রোজগার করেছে ২৫২.৭২ কোটি। যার ফলে তিনি পৌঁছে গেলেন এই পর্যায়ে।
ফোর্বসের তথ্য অনুযায়ী বিরাট কোহলির পর দ্বিতীয় স্থানেই রয়েছেন অভিনেতা অক্ষয় কুমার। তাঁর রোজগার ২৯৩.২৫। তিন নম্বরে রয়েছেন সালমান খান। ২০১৬ থেকে সেরা তিন ধরে রেখেছেন সালমান।
কেন বিরাট কোহলির থেকে বেশি রোজগার হওয়া স্বত্বেও দ্বিতীয় স্থানে অক্ষয় কুমার তাঁর জবাব দিয়েছে ফোর্বস।
অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দল
তারা জানিয়েছে, ‘‘সেলিব্রিটি র্যাঙ্ক তৈরি হয় তাঁর রোজগারের সঙ্গে সঙ্গে তাঁদের প্রিন্ট ও সোশ্যাল মিডিয়া সার্চ দিয়েও। কোনও কোনও সেলিব্রিটি চাহিদার দিক থেকে অনেক উচ্চতায় থাকেন টাকার নিরিখে এগিয়ে থাকাদের থেকে। আবার কারও টাকা থাকলেও চাহিদা তেমন থাকে না।”
ফোর্বস ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, কোহলি টাকা রোজগার করেন ম্যাচ ফি থেকে, বিসিসিআই-এর সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে, ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে এবং ইনস্টাগ্রামের সপনসরজ পোস্ট থেকে।
প্রাক্তন ভারত অধিনায়ক এমএস ধোনি এবং মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর অতীতে সেরা ১০-এ পৌঁছেছে। পাঁচ ও ন”য়ে জায়গা করে নিয়েছিলেন তাঁরা। ফোর্বসের তথ্য অনুযায়ী বাড়তি পয়েন্ট পেয়ে সেরা দশে পৌঁছেছিলেন তেন্ডুলকর। অবসরের বছরেও।
ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন লিভারপুল
রোহিত শর্মাও প্রায় সেরা দশে ঢুকে পড়েছিলেন। ২৩ ধাপ উঠে তিনি অবশ্য থামলেন ১১ নম্বরে। পুরুষদের ক্রিকেট দল থেকে এই তালিকায় রয়েছেন ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্যে, জসপ্রিত বুমরা, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদব।
মহিলা ক্রিকেটার মিতালী রাজ, স্মৃতি মন্ধনা ও হরমনপ্রীত কাউর জায়গা করে নিয়েছেন সেরা দশে।
এ ছাড়া অন্য ক্রীড়াবিদদের মধ্যে রয়েছেন, শাটলার পিভি সিন্ধু ও সাইনা নেহওয়াল, কুস্তিগীর বজরং পুনিয়া, বক্সার মেরি কম, টেনিস তারকাআ রোহন বোপন্না, ফুটবলার সুনীল ছেত্রী ও গলফার অনির্বান লাহিড়ি।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা