এক কর্মশালায় দেয়া বক্তব্যের প্রেক্ষিতে সমালোচনা হওয়ায় ফেসবুক পোস্টে ক্ষমা প্রার্থনা করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম।
সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম ।
তিনি তার এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ গতকালের প্রশিক্ষণের বিষয়বস্তু নিয়ে যারা এখনো দ্বিধা দ্বন্দ্বে আছেন তাঁদের সদয় অবগতির জন্য রেফারেন্সসহ বিষয়গুলো উপস্থাপন করলাম। তারপরও যদি প্রশিক্ষণে অংশগ্রহণকারী কোন সাংবাদিক বা এফবি বন্ধুদের অনুভূতিতে আঘাত করে তবে উপস্থাপক সর্বোতভাবেই সবারকাছে ক্ষমাপ্রার্থী।’
ফেসবুক পোস্ট
এর আগে, গত ২ ডিসেম্বর কুড়িগ্রামের জেলা পরিষদের ডাক বাংলো মিলনায়তনে এক কর্মশালায় তিনি নারী সাংবাদিকদের যৌন হয়রানি প্রতিরোধ প্রসঙ্গে একটি স্লাইড উপস্থাপন করেন। সেই কর্মশালায় অংশগ্রহণকারী একজন নারী সাংবাদিক এটি আপত্তিজনক উল্লেখ করে ফেসবুকে পোস্ট করেন। মুহুর্তের মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে যায়। বিষয়টি নিয়ে সাংবাদিক অঙ্গনে নারী অধিকার কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এই কর্মশালাটি নিউজ নেটওয়ার্ক এবং উদয়ঙ্গুর সেবা সংস্থা নীলফামারী যৌথভাবে আয়োজন করেছে।
নিজের ফেসবুক পোস্টে শিক্ষক নজরুল ইসলাম সেফটি গাইড ফর জার্নালিস্টস : এ হ্যান্ডবুক ফর রিপোর্টার্স ইন হাই-রিস্ক এনভায়রনমেন্টস। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) এবং ইউনেস্কোর তথ্য তুলে ধরেন। এসময় তিনি তার যুক্তির স্বপক্ষে ব্যাখ্যা করেন।
আরও পড়ুন : নারী সাংবাদিকের জন্য আরোপিত পুরুষতান্ত্রিক সুরক্ষা ম্যানুয়াল
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা