অনলাইন ডেস্ক
এতেই অস্ট্রেলিয়ার এ সাঁতারু করে ফেলেছেন অনন্য কীর্তি। প্রথম নারী সাঁতারু হিসেবে এক আসরে ৭টি পদক জিতে স্পর্শ করলেন কিংবদন্তি মাইকেল ফেলপসের, স্পিৎজ, ম্যাট বিওনডি ও একমাত্র নারী অ্যাথলেট মারিয়া গোরোখোভস্কিয়ার রেকর্ড।
সাঁতারের শেষ দিন ম্যাককিওন জিতে নেন ৫০ মিটার ফ্রি-স্টাইল। সময় নেন ২৩.৮১ সেকেন্ড।
একই দিনের নিজের চতুর্থ স্বর্ণ জেতেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ৪X১০০ মিটার মিডলে রিলেতে শিরোপা জেতেন তিনি। ৩ মিনিট ৫১.৬০ সেকেন্ড সময় নিয়ে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া। ইভেন্টে দ্বিতীয় হয় যুক্তরাষ্ট্র আর ব্রোঞ্জ পায় ক্যানাডা।
রেস শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘অদ্ভূত লাগছে যে খেলা শেষ। সবকিছু কেমন যেন দ্রুত শেষ হয়ে গেল। আমার আগে যারা অলিম্পিকসে অংশ নিয়েছেন তাদের থেকে অনুপ্রেরণা পেয়েছি। কিন্তু আমি আসলে কখনও হিসেব করিনি কে কয়টা মেডেল পেলেন। তাদের সঙ্গে এক মঞ্চে থাকাটাই অনেক বড় ব্যাপার। আর এটা অর্জন করতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছি।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা