আবারো দিল্লির মসনদে বসতে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। ভারতের রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়ে ফের ক্ষমতায় আসছে আম আদমী পার্টি (আপ)। গত শনিবার (৮ ফেব্রুয়ারি) এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শুরু হয়েছে দিল্লি বিধান সভার নির্বাচনের ফলাফল ঘোষণা। এখন পর্যন্ত ৫৩টি আসনে এগিয়ে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।
তবে ফলাফল ঘোষণার একেবারে শুরুতে এগিয়ে ছিল বিজেপি। তবে এখন মাত্র ১৬টি আসনে এগিয়ে তারা। আজ সন্ধ্যার মধ্যে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হয়। প্রাথমিক গণনার পর এই ফল দেখা গেলেও নির্বাচন কমিশনের চূড়ান্ত ফল আরো পরে ঘোষণা করা হবে। দিল্লির বিধানসভায় মোট আসন ৭০টি। জয়ের জন্য দরকার ৩৬ আসন।
দিল্লি বিজেপির সভাপতি মনোজ তিওয়ারি জানিয়েছেন, ‘আমি চিন্তিত নয়, আমি আত্মবিশ্বাসী যে আজকের দিনটা বিজেপির জন্য খুব ভালো। আমরাই ক্ষমতায় আসছি। অবাক হবেন না যদি বিজেপি ৫৫ আসনে জিতে যায়।’
দিল্লির বিধানসভা নির্বাচনের আগে থেকেই সিএএ, এনআরসি ও এনপিআর নিয়ে উত্তাল গোটা ভারত। বিভিন্ন রাজ্য মোদি সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের অবস্থান ঘোষণা করেছে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও সিএএ আইনের বিরুদ্ধে। এছাড়া কয়েকদিন ধরে দিল্লির শাহিনবাগে সিএএ এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে নারীরা। এ নিয়েও কেজরিওয়াল ও মোদি সরকারের মধ্য বাকযুদ্ধ চলেছে।
এর আগে ভারতের অধিকাংশ বুথ ফেরত জরিপ অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি তথা আপের সহজ জয় দেখছে এবারের নির্বাচনে। ছয়টিরও বেশি জরিপে সমষ্টিগত হিসেব পূর্বাভাস দিয়েছে ৭০টি আসনের মধ্যে ৫৬টিতেই জয়ী হবে আপ। বিজেপি পাবে ১৪টি আসন।
কোনও কোনও জরিপে কংগ্রেসের ১ থেকে ৩টি আসনে জয়ী হওয়ার পূর্বাভাস দিচ্ছে। সত্যিই তেমনটা হলে ২০১৫-র তুলনায় কংগ্রেসের ফলাফল অপেক্ষাকৃত ভালো হতে চলেছে। ২০১৫ সালে কংগ্রেস কোনও আসনই পায়নি।
উল্লেখ, ৭০ আসনের দিল্লি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার আসন সংখ্যা হলো ৩৬টি। এনডিটিভি।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা