অনলাইন ডেস্ক
ভারতীয় সেনা সূত্রে জানা গেছে, পাকিস্তানের দিক থেকে ড্রোনটি আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল। তবে সতর্ক ছিল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দেখামাত্রই ড্রোনের উপর গুলি চালায় বিএসএফ’র সদস্যরা। সঙ্গে সঙ্গে পাকিস্তানের দিকে ফিরে যায় ড্রোনটি। খবর জি নিউজের।
ভারতের তরফ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ করা হয়েছে। কয়েকদিন আগে, জম্মুতে ড্রোন হামলা হয়। বায়ুসেনা ঘাঁটিতে চলা সেই হামলার পিছনে লস্কর জঙ্গিদের হাত ছিলো বলে পরবর্তীতে সেনার তরফ থেকে জানানো হয়। তবে শুধু বায়ুসেনা ঘাঁটিতে হামলাই নয়, শেষ কয়েকবছর ধরেই সীমান্ত পেরিয়ে হামলা চালাতে ড্রোনের ব্যবহার করছে জঙ্গিরা। ভারতীয় সেনা একাধিকবার সেই ড্রোন হামলার ছক ভেস্তেও দিয়েছে।
ইতোমধ্যেই এই নিয়ে জাতিসংঘে মুখ খুলেছে ভারত। একই সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধেও সুর চড়ালো নয়াদিল্লি। এই ধরনের নাশকতা যে ভবিষ্যতের জন্য বড় বিপদ, তা উল্লেখ করেই সরব হয় ভারত। অন্যদিকে সীমান্তসহ জম্মুতে জারি হয়েছে হাই এলার্ট।
এর আগে ২০১৯ সালে পঞ্জাবে একটি ড্রোন এসে পড়ে। অমৃতসরের গ্রামে এসে পড়া সেই ড্রোনের মাধ্যমে বিস্ফোরক, অস্ত্র ও মাদক পাচার করা হচ্ছিল বলে পুলিশ জানায়। শেষ কয়েক মাস ধরে শুধু কাশ্মীর সীমান্তে নয়, ভারত পাক সীমান্তে একাধিক ড্রোন দেখতে পাওয়ার কথা জানিয়েছে ভারতীয় সেনা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা