অনলাইন ডেস্ক
এবিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বর্তমান করোনা পরিস্থিতির কারণে শারীরিক উপস্থিতিতে ফেব্রুয়ারি মাসে বইমেলা আয়োজন সম্ভব নয়। তাই আমরা আপাতত মেলা স্থগিত ঘোষণা করেছি। পরে কবে আবার বইমেলা হবে, সেটা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।
প্রকাশকরা জানান, ১ মার্চ থেকে শুরু করে ৩১ মার্চ পর্যন্ত অমর একুশে বই মেলা হোক এমনটাই চান প্রকাশকরা। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে পারলে এ সময় বইমেলা আয়োজনে কোনো সমস্যা দেখছেন না।
১৯৮৩ সাল থেকে প্রতিবছর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্যদিয়ে ভাষার মাসের প্রথম দিন থেকেই বাংলা একাডেমি চত্বরে বইমেলা শুরু হয়। এরপর ১৯৮৪ সাল থেকে বর্তমানের অমর একুশে গ্রন্থবই মেলার শুরু হয়। তবে স্থান সংকুলান না হওয়ায় অমর একুশে বই মেলার বাংলা একাডেমির চত্বর থেকে কিছু সরিয়ে বৃহৎ পরিসরে সোহরাওয়ার্দী উদ্যোনে করা হয়। গত বছর বাংলা একাডেমি ৪১টি বইসহ ৪ হাজার ৯১৯টি নতুন বই প্রকাশিত হয়েছিল।
উল্লেখ্য, বিদায় বছরে অমর একুশে গ্রন্থমেলায় ৮২ কোটি টাকার বই বিক্রি হয়েছিল।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা