ফেনীতে করোনা আতঙ্কে বিদেশফেরত স্বামীকে রেখে বাবার বাড়ি চলে গেছেন স্ত্রী! ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ উদ্দিন আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ফেনীতে গত কয়েকদিনে ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে ৪৮৫ জন প্রবাসী দেশে এসেছেন। এদের মধ্যে মাত্র ২৫০ জন প্রশাসনের নজরে হোম কোয়ারেন্টিনে থাকলেও বাকিরা লাপাত্তা।
ওসি জানান, প্রবাসীরা বাড়িতে আসার পরদিন থেকে বিভিন্ন এলাকায় প্রকাশ্যে হাট-বাজারসহ লোকালয়ে ঘোরাঘুরি শুরু করছেন। ফলে এলাকায় দেখা দিয়েছে উদ্বেগ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়েছিল।
গত ৪৮ ঘণ্টায় পুলিশ, জনপ্রশাসন ও জনপ্রতিনিধিদের তৎপরতায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৫০ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা সম্ভব হয়েছে। বাকিদের খোঁজ নেয়া হচ্ছে।
এর মধ্যে ইতালি, স্পেন, জার্মানি, কুয়েত, সৌদি আরব, কাতার, আবুধাবি, ভারত থেকে আসা প্রবাসী বেশি। তবে এসব প্রবাসীদের মধ্যে কেউ করোনা আক্রান্ত রয়েছেন কিনা তা জানা যায়নি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা