অনলাইন ডেস্ক
চলতি বছর তিন দফায় বন্যা হয়েছে ফেনীতে। সবশেষ চলমান বন্যায় অবকাঠামোগত ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে এ জেলা। এখনো বন্যা কবলিত সব এলাকা থেকে পানি নামেনি। যেসব এলাকা থেকে পানি নামতে শুরু করেছে, সেখানেও সড়কের ক্ষত স্পষ্ট হয়ে উঠছে। অনেক স্থানে সড়কের চিহ্নটুকুও নেই, কোথাও কোথাও তৈরি হয়েছে বড় গর্ত। দীর্ঘ সময় পানির নিচে ডুবে থাকায় পিচ উঠে গেছে বহু সড়কের। এ কারণে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন এই জেলা।
স্থানীয় সরকার বিভাগের প্রাথমিক হিসেবে জেলায় ৫০০ কিলোমিটার কাঁচা ও পাকা সড়ক বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির প্রবল স্রোত থাকায় এবার সড়কের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। দ্রুত সড়কগুলো মেরামত করে চলাচলের উপযোগী করার দাবি তাদের।
ফেনী ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভুঁঞা জানান প্রাথমিকভাবে কিছু সড়ক মেরামতের উদ্যোগ নিয়েছে প্রশাসন।
এদিকে ফেনীর এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল ফারুক বলেন ক্ষতিগ্রস্ত সব সড়ক মেরামতে শত কোটি টাকার বাজেট প্রয়োজন হবে সেজন্য এ বিষয়ে মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দ চেয়ে আবেদন করা হবে বলে ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা