চাঁপাইনবাবগঞ্জে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি মামলায় দুই ফেনসিডিল ব্যবসায়ীকে ১৪ বছর করে সশ্রম কারাদন্ড, সেইসাথে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস করে কারাদন্ডের আদেশ দিয়েছে বিশেষ ট্রাইবুনাল।
এছাড়া ফেনসিডিল ব্যবসায় ব্যবহৃত জব্দকৃত একটি প্রাইভেট কার রাষ্ট্রের অনুকুলে বাজেযাপ্ত করেছে ট্রাইবুনাল। বুধবার (২৭’নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ষ্পোশাল ট্রাইবুনাল-২ এর বিচারক শওকত আলী ৬শ’ বোতল ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে চোরাচালানের মাধ্যমে আনয়ন করে নিজ দখলে রাখার অপরাধে দন্ডিতদের অনুপস্থিতিতে এই আদেশ দেন।
দন্ডিতরা হলেন,রাজশাহীর রাজপাড়া থানার কাজীহাটা গ্রামের সাজাহান আলীর ছেলে মো.ডলার (৩৫) ও মতিহার থানার চরখিদিরপুর গ্রামের (বর্তমান-রাজশাহীর রাজপাড়া থানার কালিগঞ্জ গ্রাম) এমরান আলীর ছেলে আকাশ আলী (৪৫)।
মামলার নথি ও ট্রাইবুনাল সুত্রে জানা গেছে,২০১৪ সালের ১১ অক্টোবর দিবাগত রাত আড়াইটার দিকে (১২’অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ভেরেন্ডি বাজার এলাকায় ধাওয়া করে ৬শ’ বোতল ফেনসিডিল বোঝাই একটি প্রাইভেট কার (রাজ মেট্রে-গ-১১-০০০৪) আটক করে নাচোল থানা পুলিশ।
তবে এসময় কার চালক,ফেনসিডিল মালিকসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন কার ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিন অর্থাৎ ১২’অক্টোবর নাচোল থানায় মামলা করেন নাচোল থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম।(থানা মামলা নং-২,জিআর নং-৯০/১৪,বিশেষ ক্ষমতা মামলা নং-১২৩/১৬)।
২০১৫ সালের ৩০’সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও নাচোল থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনার পরে গ্রেফতার ডলার ও পলাতক আকাশকে (দন্ডিত) অভিযুক্ত করে ট্রাইবুনালে চার্যশীট দাখিল করেন।
৯ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানীর পর ট্রাইবুনাল বুধবার দুপুরে অভিযুক্ত দুজনকেই দোষি সাব্যস্ত করে তাদের অনুপস্থিতিতে রায় ঘোষনা করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এড.মোতাহার হোসেন।
আরও পড়ুন : শ্রদ্ধা, ভালবাসা, চােখের জলে রবিউল হুসাইনকে বিদায়
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা