রহমতগঞ্জ মুসলিম অ্যান্ড ফ্রেন্ডস সোসাইটিকে হারিয়ে টিভিএস ফেডারেশন কাপের শিরোপা জয় করেছে বসুন্ধরা কিংস।
রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পুরনো ঢাকার দলটিকে ২-১ গোলে হারিয়েছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।
ম্যাচ শুরুর পঞ্চম মিনিটেই জোড়ালো এক আক্রমণ রচনা করে বসুন্ধরা। বিপজ্জনক স্থান থেকে দলের কিরগিজ মিডফিল্ডার বকতিয়ার ডুইসেম্বকভ হেড নিলে অল্পের জন্য ক্রস বারের ওপর দিয়ে মাঠ পেরিয়ে যায় বল।
১৮ মিনিটে প্রতি আক্রমণে যায় রহমতগঞ্জ। এ সময় স্ট্রাইকার মমদু বাহ চোট্ট একটি পাসে বল আগুয়ান সোহেল মিয়াকে বাড়িয়ে দিলে চলন্ত বলেই গোলপোস্টের উদ্দেশে টোকা দেন। বলটি জালে প্রবেশের মুহূর্তেই বসুন্ধরার গোলরক্ষক জিকো এগিয়ে এসে সেটিকে ফিস্ট করে মাঠের বাইরে পাঠিয়ে দেন।
বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশের গ্রুপে ফিলিস্তিন-শ্রীলঙ্কা
বিরতির আগ মুহূর্তে গোল খরা দূর করেন কোস্টারিকা থেকে উড়িয়ে আনা বসুন্ধরার ফরোয়ার্ড ড্যানিয়েল কলিন্দ্রেস সোলেরা। ৪১ মিনিটে বিশ্বনাথের ক্রস থেকে ডি বক্সের বিপজ্জনক এলাকায় বল পেয়েই দর্শনীয় হেডে রহমতগঞ্জের জালে জড়ান তিনি। বলটি প্রতিহত করার কোন সুযোগই পাননি গোলরক্ষক রাসেল।
বিরতির পর গোল পরিশোধ করে প্রতিদ্বন্দ্বিতায় ফিরে পুরোনো ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব রহমতগঞ্জ। ৬৩ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে কর্নার থেকে শাহেদুল আলমের ক্রসের বল বসুন্ধরার জালে জড়িয়ে দেন গাম্বিয়া থেকে আসা ফরোয়ার্ড মমদু বাহ। তবে ৭৭ মিনিটে দ্বিতীয় গোল করে বসুন্ধরাকে জয় এনে দেন ড্যানিয়েল।
ডি বক্সেই কামারার আকস্মিক ব্যাক পাসের বল রহমতগঞ্জের গোলরক্ষক ক্লিয়ার করতে ব্যর্থ হলে বলটি নিয়ন্ত্রণে নিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় তাদের জালে জড়িয়ে দেন ড্যানিয়েল।
খেলা শেষে অসাধারণ দক্ষতা প্রদর্শনের জন্য ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন বসুন্ধরার ফুটবল তারকা বিশ্বনাথ ঘোষ। টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি লাভ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা