ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে বাড়ির পাশের পুকুরে পানিতে ডুবে মামাতো ফুফাতো শিশু দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোস্তাকিম (৩) ও তার ফুফাতোভাই ফুলপুর ইউনিয়নের নগুয়া গ্রামের সুমন মিয়ার ছেলে রাব্বি (৪)।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ফুলপুর থানা ও পরিবার সূত্রে জানা যায়, ‘ফুলপুর ইউনিয়নের নগুয়া গ্রামের সুমন মিয়ার ছেলে শিশু রাব্বি তার নানার বাড়ি কুড়িপাড়া গ্রামে মায়ের সাথে বেড়াতে আসে। মামাতো ভাই মোস্তাকিমের সাথে মঙ্গলবার বিকেলে পরিবারের অলক্ষ্যে বাড়ির পাশের পুকুরে দুই ভাই পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির পর পরিবারে সদস্যরা পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি ইমারত হোসেন গাজী এ ব্যাপারে জানান, ‘এ ঘটনায় ফুলপুর থানায় অপমত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আরোও পড়তে পারেন : টাঙ্গাইলে রঙিন ফুলকপি চাষে সফলতা