সাকিব আল হাসান ক্রিকেটে এক বছরের জন্য নিষিদ্ধ। জুয়াড়ির কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে গোপন করায় সাকিব আল হাসানকে এই নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।
আপাতত তাই সব ধরনের ক্রিকেটের বাইরে রয়েছেন বাংলাদেশ তথা বিশ্বসেরা এই অলরাউন্ডার। নিষেধাজ্ঞার এক মাস না পেরুতেই এবার কি তবে অভিমান করে ক্রিকেটটাই ছেড়ে দিচ্ছেন সাকিব?
ক্যারিয়ার গড়তে যাচ্ছেন ফুটবলার হিসেবে? এ নিয়ে ব্যাপক গুঞ্জন উঠলেও তার ঘনিষ্ঠজনেরা না, এমন কিছু নয় আসলে। তবে আপাতত যেহেতু ক্রিকেটের বাইরে রয়েছেন, এই সময়টায় ফুটবলের সঙ্গে সময় কাটাতে তো বাধা নেই।
ক্রীড়ক বলে কথা। তাই সাকিব এখন হয়ে গেছেন পুরোদুস্তোর ফুটবলার। শুক্রবার ঢাকার আর্মি স্টেডিয়ামে ফুটি হ্যাগস নামের একটি ফুটবল দলে খেলেছেন টাইগার অলরাউন্ডার। প্রতিপক্ষ ছিল কোরিয়ান একপ্যাট টিম।
সাকিবের খেলা এই ম্যাচ নিয়ে নিজেদের ফেসবুক পেজে পোস্ট দিয়েছে ফুটি হ্যাগস। তারা লিখেছে, ‘আমরা আর্মি স্টেডিয়ামের ফুল সাইজ পিচে কোরিয়ান এক্সপাট টিমের বিপক্ষে ১১ জন করে খেলেছি।
ম্যাচে আমরা জিতেছি ৩-২ গোলে। ফুটি হ্যাগস টিমে সাকিবকে ফেরত পেয়ে ভালো লাগছে।’ এই দলে সাকিবের সতীর্থ হিসেবে খেলা রিয়াদ সাহির আহমেদও তার ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেছেন।
যেখানে দেখা যাচ্ছে, টিমের জার্সি পরিহিত সাকিবকে। অবশ্য সাকিবের ছোট পিসির ছেলে বাংলাদেশের জাতীয় দলের ফুটবলার।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা