অনলাইন ডেস্ক
তবে দুভাগ্যজনকভাবে মাঠ থেকে বিদায় নিতে পারেননি তিনি। ক্যারিয়ারজুড়ে চোটের সাথে লড়াই করা ইব্রা শেষ দিনও দর্শক হয়েই দেখেছেন মৌসুমে ক্লাবের শেষ ম্যাচে। রোববার রাতে সিরি আ–য় মিলান-ভেরোনা ম্যাচ শেষেই জানান ২৪ বছরের ক্যারিয়ার শেষ হচ্ছে এখানেই।
বিদায়কালে বেশ আবেগঘণ দেখা গেছে ইব্রাকে। ছলছল চোখে দর্শকদের অভিবাদন গ্রহণ করেন। এসময় সতীর্থরা তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে সংবাদ সম্মেলনে ইব্রাহিমোভিচ বলেন, মাঠে এমন একজনকে দেখলাম না যাকে দেখে আমি সাহস পাব, সবাই কাঁদছিল।
ইব্রা বলেন, ‘পরিবারকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই আমার দ্বিতীয় পরিবার-খেলোয়াড়দের। কোচ এবং স্টাফদেরও তাদের দায়িত্বের জন্য ধন্যবাদ, সুযোগ দেওয়ার জন্য ক্লাব পরিচালকদেরও। আর হৃদয় থেকে সবচেয়ে বড় ধন্যবাদ জানাই ভক্তদের।’
অবসরের সিদ্ধান্তটা তিনি কাউকেই আগাম বলেননি বলে জানান সুইডিশ তারকা। তিনি বলেন, ‘আমার পরিবারও জানত না। আমি চেয়েছিলাম, আমার অবসরের খবরটা সবাই একসঙ্গে শুনুক।’
১৯৯৯ সালে সুইডিশ ক্লাব মালমো এফসি দিয়ে ক্যারিয়ার শুরু ইব্রার। এরপর নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন। নামের পাশে ৯৮৮ ম্যাচ, ৫৭৩ গোল আর ৩২টি ট্রফি জ্বলজ্বল করছে তার।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা