অনলাইন ডেস্ক
এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন এবং দুর্যোগ ও ত্রাণ সচিব মো. কামরুল হাসান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনে গণহত্যায় যারা মারা যাচ্ছেন, তাদের মধ্যে ৭০ ভাগ শিশু। আমরা চাই এই গণহত্যা বন্ধ হোক। বাংলাদেশ শান্তি চায়।
ফিলিস্তিনি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ ও এদেশের মানুষ শুরু থেকেই ফিলিস্তিনের পাশে রয়েছে। এতদূর থেকেও ফিলিস্তিনিদের কথা ভাবছে বাংলাদেশ। চলমান সংকটের শুরুর দিন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের পাশে থাকার কথা বলেছেন। এজন্য কৃতজ্ঞতা।
রাষ্ট্রদূত আরও বলেন, বিশ্বকে বলতে চাই- আমরা একা নই। ফিলিস্তিনিরা তাদের এ সংগ্রামে একা নয়। ফিলিস্তিনিরা শান্তি, ন্যায় এবং স্বাধীনতার জন্য যে লড়াই করছে সেখানে আমরা একা নই। ফিলিস্তিনের এ সংগ্রামে শুধু মুসলিম নয়, অমুসলিমরাও সংহতি প্রকাশ করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় ফিলিস্তিনের সাধারণ মানুষের জন্যর বাংলাদেশের হস্তান্তর করা এসব শুকনো খাবার মিসর সীমান্ত দিয়ে ফিলিস্তিনে পৌঁছানোর কথা রয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা