অনলাইন ডেস্ক
ইসরায়েল-হামাস যুদ্ধ শেষে বা যুদ্ধের মাঝপথেই ফিলিস্তিনের জন্য বড় আশীর্বাদ হয়ে উঠেবে জিম্মি ইসরায়েলিরা বলে মন্তব্য করছেন আরব বিশ্লেষক।গত ২ দিনে সেনা ও বেসামরিক নাগরিকসহ শতাধিক ইসরায়েলিকে জিম্মি করেছে হামাস। তবে যুক্তরাষ্ট্রের এ পরিসংখ্যানকেও ছাড়িয়ে গেছে আরবের বেশ কয়েকটি গণমাধ্যম। তারা দাবি করছে ইসরায়েলের অনন্ত ৭৫০ জন নাগরিক এখনো নিখোঁজ। এটিই যদি ঘটে থাকে তাহলে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ ইতিহাসে হামাসের সবচেয়ে বড় বিজয় হবে এটি।
ইসরায়েলিদের বন্দি করে জিম্মি করে রাখা সম্পর্কে এক বিবৃতিতে হামাসের ডেপুটি চিফ সালেহ আল-আরোরি বলেছেন, তারা বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্যকে বন্দি করেছে। তাদের হেফাজতে ইসরায়েলি কমান্ডারও রয়েছেন। ‘বন্দি বিনিময় চুক্তি’র অংশ হিসেবে ইসরায়েলিদের বন্দিরা হামাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের মুক্তির দুয়ার খুলে যাবে।
হামাস নেতা ইসমাইল হানিয়া বলেন, হামাসের লক্ষ্য আমাদের ভূমি, আমাদের পবিত্র স্থান, আমাদের আল-আকসা এবং আমাদের বন্দিদের মুক্ত করা।
আরোও পড়তে পারেন : বিমসটেক ও বাংলাদেশ : সম্ভাবনার কূটনৈতিক জাগরণ