আবারো মাঠে ফিরছেন তাসকিন । আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি চলাকালীন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলনের সময় সাইডস্ট্রেনে চোট পেয়েছিলেন তাসকিন আহমেদ।
এবার সেই চোট কাটিয়ে ফিরছেন মাঠে। এ প্রসঙ্গে তাসকিন বলেন, সৃষ্টিকর্তা চাইলে আমি তৃতীয় রাউন্ড থেকে খেলব। আজকে ফুল রিদমে ৬ ওভার বোলিং করেছি। কোনো সমস্যা হয়নি। ফিজিওরা এমনই পরিকল্পনা দিয়েছেন।
চোটের ধরণ দেখে চিকিৎসকেরা এক মাস ক্রিকেট থেকে বাইরে থাকার পরামর্শ দেন। এর কারণে তিনি বেশ কিছু ম্যাচে যোগ দিতে পারেন নি।
সবকিছু ঠিক থাকলে জাতীয় লিগের তৃতীয় রাউন্ড দিয়ে ঢাকা মেট্রোর হয়ে মাঠের লড়াইয়ে ফিরবেন তাসকিন।
আরোও পড়তে পারেন : বাংলাদেশ ও ড. ইউনূসকে শুভেচ্ছা ট্রাম্পের, সম্পর্ক জোরদারের বার্তা