অনলাইন ডেস্ক
ফিফার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমা। ফিফার সদস্য দেশগুলোর কোচ, অধিনায়ক ও মিডিয়া ব্যক্তিত্বদের ভোটে নির্বাচিত করা হবে এবারের বর্ষসেরা ফুটবলার।
আগামী ২৭শে ফেব্রুয়ারি প্যারিসে এক জমকালো অনুষ্ঠানে তাদের মধ্য থেকে একজনের হাতে উঠবে ফিফা দ্য বেস্টের ট্রফি।
তবে এবারের বর্ষসেরা পুরস্কারের প্রধান দাবিদার ভাবা হচ্ছে পিএসজির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে। এবার বিশ্বকাপ জেতার পাশাপাশি পিএসজির হয়ে গত মৌসুমে জিতেছেন লিগ শিরোপা। সেরার পুরস্কার জেতার দৌঁড়ে অনেকটাই এগিয়ে তিনি।
অন্যদিকে সংক্ষিপ্ত তালিকায় প্রত্যাশিতভাবেই নাম আছে ফরাসি সেনসেশন কিলিয়ান এমবাপের। কাতার বিশ্বকাপে আট গোল করে জিতেছেন গোল্ডেন বুটের পুরস্কার। এছাড়া ক্লাব ফুটবলে পিএসজির হয়েও দারুণ সফল ছিলেন।
অন্যদিকে, ইনজুরি থাবায় নিজের শেষ বিশ্বকাপটা খেলতে না পারলেও করিম বেনজেমা ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জয়ের ক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে। মৌসুমে রয়েছে ৩০টিরও বেশি গোল। সবমিলিয়ে এ পুরস্কার জয়ের দাবিদার তিনিও।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা