অনলাইন ডেস্ক
মরক্কোর রাজধানী রাবাতে নিয়মিত কয়েকজন খেলোয়াড় ছাড়াই মাঠে নামতে হয় রিয়াল মাদ্রিদকে। তবে বেনজেমা-কর্তোয়াদেও অভাব বুঝতে দেননি ভিনিসিয়াস-রদ্রিগোরা। ম্যাচের শুরু থেকেও আক্রমণে গেলেও ২৮তম মিনিটে আসে প্রথম গোলের সুযোগ। যদিও রদ্রিগোর কোনাকুনি শট লক্ষ্যে থাকেনি।
৩১তম মিনিটে আল শাহাতের শট দারুণ দক্ষতায় রুখে দেন রিয়াল গোলরক্ষক আন্দ্রেই লুনিন। প্রথমার্ধের শেষ দিকে রিয়ালকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস। বিরতি থেকে ফিরেই দ্বিতীয় গোলের দেখা পায় রিয়াল। স্কোরশিটে নাম লেখান উরুগুয়ের মিডফিল্ডার ফ্রেডরিক ভালভার্দে।
দুই গোলে পিছিয়ে পড়ে আক্রমণে গতি বাড়ায় আল আহলি। তাতেই আসে সাফল্য। ৬৫তম মিনিটে মিডফিল্ডার এল শাহাতকে রিয়ালের এদুয়ার্দো কামাভিঙ্গা বক্সে ফাউল করলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। আলি মালউলের সফল স্পট-কিকে কমে ব্যবধান।
একটু পর মোহাম্মদ মাগদি সহজ সুযোগ হাতছাড়া না করলে ম্যাচে সমতা ফেরাতে পারত আল আহলি। এরপর ৭৯ মিনিটে অল্পের জন্য বেঁচে যায় রিয়াল।
নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে ভিনিসিয়াস বক্সে ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। তবে লুকা মদরিচের পেনাল্টি ঠেকিয়ে ম্যাচ জমিয়ে তুলেন আল আহলি গোলরক্ষক আল শেনউই।
যদিও যোগ করা সময়ে রিয়াল ঝড়ে বিধ্বস্ত হয় মিসরীয় ক্লাবটি। আট মিনিট যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করেন রদ্রিগো। আর শেষ মিনিটে ভিনিসিউসের বদলি নেমেই জালের দেখা পান ২১ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার আরিবাস।
আগামী শনিবার শিরোপা নির্ধারণী ম্যাচে রিয়াল খেলবে সৌদি আরবের ক্লাব আল হিলালের বিপক্ষে, যারা আগের দিন প্রথম সেমি-ফাইনালে ৩-২ গোলে হারায় লাতিন আমেরিকান চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গোকে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা