রবিবার রাতে হঠাইই হুড়মুড় করে ভেঙে পড়ল পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈষ্ণবনগরে ফরাক্কা বাঁধের সঙ্গে সংযোগকারী নির্মীয়মাণ একটি সেতু।
ওই ঘটনায় এখনও পর্যন্ত একজন ইঞ্জিনিয়ারসহ মোট ৩ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত আরও ৩ জন। এখনও সেতুর ভেঙে পড়া অংশের ধ্বংসস্তূপের তলায় আরও কয়েকজন শ্রমিক আটকা পড়ে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় জাতীয় সড়ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ওই সেতুটি তৈরি হচ্ছিল। ধ্বংসস্তূপের তলা থেকে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
পুলিশ জানিয়েছে, সেতু ভেঙে পড়ার ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন ৩৬ বছর বয়সী এক জুনিয়র ইঞ্জিনিয়ার শ্রীনিবাস এবং আরেক কর্মী শচীন প্রতাপ সহ মোট ৩ জন। ঘটনায় আহত আরও ৩ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, সেতুটির এক ও দুই স্তম্ভের মধ্যে গার্ডার বসানোর সময়ই ওই দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যেই আরও ৭ জন শ্রমিককে উদ্ধার করা গেছে।
কংগ্রেস নেতা মঈনুল হকের দাবি, গার্ডারটি সেট করার সময়েই সেটি পিছলে যায় এবং তারপরেই হুড়মুড় করে সেতুর ওই অংশটি ভেঙে পড়ে।
পুলিশ জানিয়েছেন, ওই দুর্ঘটনার সময় সেখানে কমপক্ষে ৯-১০ জন শ্রমিক কাজ করছিলেন। এনডিটিভি।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা