লিগ পর্বের শেষ দিকে এসে একে-অপরের মুখোমুখি হয় রাজশাহী ও চট্টগ্রাম। প্রথম মোকাবেলায় চট্টগ্রাম ৭ উইকেটে এবং পরের দেখায় ৮ উইকেটে জয় পায় রাজশাহী।
মিরপুর শেরেবাংলায় আজ (বুধবার) সন্ধ্যা সাড়ে ৬টায় বিপিএলের দ্বিতীয় কোয়ালিফাইয়ারে মুখোমুখি হচ্ছে রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
জয়ী দল আগামী শুক্রবার ১৭ জানুয়ারি ফাইনালে মোকাবেলা করবে খুলনা টাইগার্সকে।
প্রথম দল হিসেবে ইতোমধ্যে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে মুশফিকুর রহীমের খুলনা টাইগার্স।
লিগ পর্বে সব ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দু’টি স্থান দখল করে খুলনা ও রাজশাহী। তৃতীয় স্থানে ছিল চট্টগ্রাম। তিন দলেরই পয়েন্ট ছিল সমান ১৬। তবে রান রেটে এগিয়ে শীর্ষে ছিল খুলনা। এরপর রাজশাহী ও চট্টগ্রাম।
তিন ধাপে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ
তাই প্রথম কোয়ালিফাইয়ারে খুলনার মুখোমুখি হয়েছিল রাজশাহী। কিন্তু পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরের আগুন ঝরানো বোলিংয়ে বিধ্বস্থ হয় রাজশাহী। ৬ উইকেট নেন তিনি। ফলে ২৭ রানে ম্যাচ জিতে সরাসরি ফাইনালের টিকিট পায় খুলনা।
পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকায় এলিমিনেটরে ঢাকা প্লাটুনের মুখোমুখি হয় চট্টগ্রাম। ৭ উইকেটে মাশরাফির ঢাকাকে হারিয়ে চট্টগ্রাম জায়গা করে নেয় দ্বিতীয় কোয়ালিফায়ারে।
লিগ পর্বের শেষ দিকে এসে একে-অপরের মুখোমুখি হয় রাজশাহী ও চট্টগ্রাম। প্রথম মোকাবেলায় চট্টগ্রাম ৭ উইকেটে এবং পরের দেখায় ৮ উইকেটে জয় পায় রাজশাহী।
ম্যাচের স্পটলাইট রয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইলের উপর। নিজের প্রথম তিন ম্যাচ, অর্থাৎ গেল ম্যাচগুলোতে বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন তিনি।
Like & Share our Facebook Page: Facebook