ফাইনালের আগে সাউথ এশিয়ান (এসএ) গেমসে লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৯ উইকেটে হরে গেছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। আজ সোমবার এই শ্রীলঙ্কার বিপক্ষেই ফাইনাল ম্যাচ খেলবে সৌম্যরা।
ফাইনালের ড্রেস রিহার্সেল ম্যাচে দলের দুই সেরা খেলোয়াড় সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একাদশের বাইরে ছিলেন। ফাইনালের জন্য তাদের বিশ্রাম দেওয়া হয়েছিল।
সৌম্য-শান্তকে ছাড়া বাংলাদেশ দল টস হেরে প্রথমে ব্যাট করতে নামে। কীর্তিপুরে টস জিতে ফিল্ডিং বেছে নেয় শ্রীলঙ্কা। ব্যাট হাতে বাংলাদেশের ইনিংস শুরু করেন দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও সাইফ হাসান। এ ম্যাচের অধিনায়কত্ব পালন করেন সাইফ।
ওপেনিংয়ে নেমে ভালো করতে পারেননি নাঈম ও সাইফ। নাইম ৬ ও সাইফ ৪ রানে আউট হন। চার নম্বরে নামা আফিফ হোসেনও বিদায় নেন ৬ রানে। ফলে ২১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।
এরপর ৮০ রানের জুটি গড়েন উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন ও ইয়াসির আলি। ৪টি চার ও ২টি ছক্কায় ৩৮ বলে ৪৪ রান করে আউট হন অঙ্কন। হাফ সেঞ্চুরির স্বাদ নেন ইয়াসির। ৫টি চার ও ১টি ছক্কায় ৪৫ বলে ৫১ রান করেন। এছাড়া শেষদিকে জাকির হাসানের ১৭ বলে অপরাজিত ২০ রানে ২০ ওভারে ৬ উইকেটে ১৫০ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।
বাংলাদেশের সেই লড়াকু সংগ্রহকে সহজেই পেরিয়ে যায় শ্রীলঙ্কা। দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারায় লঙ্কানরা। এরপর ১৩৪ রানের জুটি গড়ে ২৩ বল বইক রেখেই শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন পাথুম নিশাঙ্কা ও লাসিথ ক্রসপুল। নিশাঙ্কা ৫২ বলে ৬৭ ও ক্রসপুল ৪১ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা