ফসলে বিষ দেয়ার সময় কৃষকের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি এক বিবৃতিতে এ দাবি জানান।
তিনি বিবৃতিতে বলেন, ফসলে কীটনাশকের প্রয়োগের সময় কৃষক ফসলের মাঠেই মারা যাওয়ার ঘটনায় আমরা বিচলিত। সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত আট মাসে দেশের বিভিন্ন অঞ্চলে কমপক্ষে সাত জন কৃষক এভাবে মারা গিয়েছেন। কীটনাশকের প্রভাবে গুরুতর অসুস্থ এবং কর্মক্ষমতা হারিয়ে যাওয়া কৃষকের কোন হিসাব কোথাও নেই। পত্রিকার ভিতরের পাতায় বিক্ষিপ্ত এসব খরব সকলের অগোচরে থেকে যাচ্ছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং জনগুরুত্ব সম্পন্ন বিবেচনা করে পূর্বপর বিষয়টি তদন্তের জন্য অবিলম্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের জন্য জোর দাবি জানাই।
তদন্ত কমিটির দায়িত্ব হবে : অবিলম্বে দায়ী ব্যক্তি, প্রতিষ্ঠান বা তাদের এজেন্সীদের চিন্থিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থার সুপারিশ করা; নিহত ও কর্মক্ষমতা হারানো কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা এবং পরিবর্তিত পরিস্থিতির আলোকে একটি ন্যায্য কৃষি ও কৃষক সুরক্ষামূলক বালাইনাশক আইনের স্বার্থে বর্তমানের আইনটি হালনাগাদের বিষয়টি নিরীক্ষা করা।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা