ভোলায় ফসলের ন্যায্যমূল্যের দাবিতে কৃষক জোট পথসভা এবং মানববন্ধন করেছে। সোমবার ( ২ ডিসেম্বর) সকাল ১১ টায় ভোলা শহরে জাতীয় কৃষক জোট এ মানববন্ধন, পথসভা করেছে।
পথসভায় বক্তারা বলেন, সরকারি খাদ্য গুদাম ক্রয় কেন্দ্রকে দুর্নীতিবাজ অফিসার-ফড়িয়া-দালাল সিন্ডিকেট মুক্ত করে সরাসরি কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ক্রয় করতে হবে।
তারা বলেন, পচনশীল কৃষিপণ্য সংরক্ষণ ও বিপণনে উপজেলা-ইউনিয়ন পর্যায়ে সংরক্ষণাগার নির্মাণ, কৃষিপণ্য সংরক্ষণে গোলা নির্মাণে কৃষকদের সহজশর্তে ঋণ প্রদানের জন্য আগামী বাজেটে বিশেষ বরাদ্দ, কৃষকদের বিরুদ্ধে দায়েরকৃত সার্টিফিকেট মামলা প্রত্যাহার করতে হবে। এসময় বক্তারা ১৭ দফা দাবি জানান।
বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন ও পথসভায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাতীয় কৃষক জোটের সাংগঠনিক সম্পাদক রতন সরকার।
আরও বক্তব্য রাখেন জাতীয় কৃষক জোটের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, ভোলা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী, আলমগীর হোসেন গুলদার, জেলা জাসদের প্রচার সম্পাদক রিপন উদ্দিন রনি, চরফ্যাশন উপজেলা জাসদের সভাপতি বাসেত সিকদার, জেলা কৃষক জোট নেতা শাহাব উদ্দিন প্রমূখ।
ফেসবুক পেজ :
আরও পড়ুন : নারী সাংবাদিকের জন্য আরোপিত পুরুষতান্ত্রিক সুরক্ষা ম্যানুয়াল
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা