প্রতিদিন সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হচ্ছে ৩৬৫ সেকেন্ড রাজনীতি নয় । রাজনীতির মানুষের অংশগ্রহণে তৈরি রাজনৈতিক তর্কাতর্কিহীন অনষ্ঠান ‘৩৬৫ সেকেন্ড রাজনীতি নয়’। এ অনুষ্ঠানটি ধারণের জন্য স্টুডিওটি সাজানো হয়েছে এভাবেই। সরকারি দল, বিরোধী দলসহ সব জনপ্রিয় মুখদের এ অনুষ্ঠানে দেখা যাবে তবে ঘটবে শুধু হাস্য-রসাত্নক ঘটনা।
সবার মতো রাজনীতিবিদদেরও রঙিন শৈশব কৈশোরে দস্যিপনা ছিল, তারুণ্যে প্রেম ছিল, রোমান্টিকতা ছিল, অ্যাডভেঞ্চার ছিল। আবার কারও কারও নায়ক-গায়ক কিংবা অভিনতো বা সুপারস্টারও হবার শখ ছিল। আর তাদের এসব বিষয়গুলোকে ফোকাস করেই নতুন এই অনুষ্ঠানটি নির্মিত হয়েছে। ফরিদুর রেজা সাগরের পরিকল্পনায় অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনা করছেন শহীদুল আলম সাচ্চু। পরিচালনা করছেন ইফতেখার মুনীম এবং সেহাঙ্গল বিপ্লব।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা