অনলাইন ডেস্ক
নিহতদের একজন ভাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন ( ৪৫)। অপরজন তার এক বিদেশফেরত বন্ধু মির্জা মো. ওয়াহিদুজ্জামান (৪০)।
ভাঙ্গা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, নিহত আনোয়ার ও তার স্ত্রী আমার অফিসের ইউনিয়ন সমাজসেবা অফিসার হিসাবে কর্মরত। ছেলে মেয়ে নিয়ে ভাঙ্গাতেই বসবাস করতেন। নিহত আনোয়ার এর মা ফরিদপুর শহরে বসবাস করেন।
শুক্রবার সন্ধ্যায় নিজের মটর সাইকেল যোগে বাবু মির্জাকে সাথে নিয়ে মায়ের সাথে দেখা করার জন্য ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে হামেরদী নামক স্থানে পৌছালে পিছন দিক থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি ওমর ফারুক জানান, শুক্রবার সন্ধা ৭টার দিকে ভাঙ্গার হামিরদি নামক বাসস্ট্যান্ডে ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরগামী মালবাহী একটি ট্রাক নম্বরবিহীন একটি অ্যাপাচি মোটরসাইকেলকে চাপা দিলে চালক আনোয়ার হোসেন ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলের অপর আরোহীকে ফরিদপুরে প্রেরণ করা হয়।রাত সোয়া ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর আরোহী ওয়াহিদুজ্জামানের মৃত্যু হয়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা