অনলাইন ডেস্ক
রোববার (২৮ আগস্ট) জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান।
তিনি বলেন, কানাইপুর ইউনিয়নের ছাত্রলীগের বিদ্যমান দুই গ্রুপের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গত ২৫ আগস্ট কানাইপুরে ঢাকা-খুলনা মহাসড়কের দেশীয় অস্ত্রের মহড়া দেওয়া হয়। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে পুলিশ অনুসন্ধান শুরু করলে জানা যায়, স্থানীয় সন্ত্রাসী খাজা বাহিনীর সশস্ত্র মহড়া ছিল সেটি। কানাইপুর ইউনিয়ন ছাত্রলীগের বিদ্যমান দুই গ্রুপের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ওই মহড়া দেওয়া হয়।
পুলিশ সুপার বলেন, কানাইপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসলাম রোববার থানায় ওই ঘটনায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে খায়রুজ্জামান খাজাসহ ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন। ওই মামলায় শোডাউনের ছবি ও ভিডিও দেখে পাঁচজনকে শনাক্ত করে আইনের আওতায় আনা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, সন্ত্রাসের প্রতি জিরো টলারেন্স অবস্থানকে সমুন্নত রেখে এই ঘটনায় অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে অভিযান চালানো হয় এবং আমরা জেলার বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেফতার করি। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা