অনলাইন ডেস্ক
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪০ জন। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুরের জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় পিসিআর ল্যাবে এবং উপজেলা পর্যায়ের র্যাপিড এন্টিজেন টেস্ট করানো হয়েছে ২০২ জনকে। এরমধ্যে করোনা রোগী নতুন ভাবে শনাক্ত হয়েছে আরও ৪০ জন, পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯.৮০। এই নিয়ে জেলায় এ পর্যন্ত মোট মহামারি করোনা রোগী সংখ্যা দাঁড়ালো ২৪৬১৭। সুস্থ হয়েছে ২৩ হাজার ৩০০ জন। আর মারা গেছে ৫৫৩ জন।
ফরিদপুরের জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত কয়েকদিন ধরে প্রতিদিনই করোনা রোগী মারা যাচ্ছে।
আরোও পড়তে পারেন : সড়কে গাছ ফেলে ৩৫টি গাড়িতে ডাকাতি