অনলাইন ডেস্ক
শুধু বার্সেলোনার কাছে হারই জাবির বিদায়ের কারণ নয়, সাইরেন বেজেছিল ম্যাচ শেষে কয়েকটি মুহূর্ত পর্যালোচনা শেষে। পুরস্কার বিতরণীর সময় প্রথাগতভাবে বার্সাকে ‘গার্ড অব অনার’ দেওয়ার কথা থাকলেও এমবাপে তার সতীর্থদের মাঠ ছেড়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন। তাকে থেকে যেতে বলছিলেন জাবি। কিন্তু এমবাপে নিজের সিদ্ধান্তে অনড়। শেষ পর্যন্ত জাবি মুখ ফিরিয়ে নিয়ে দলের সুপারস্টারের দাবি মেনে নেন। ফলে স্প্যানিশ সুপার কাপ জয়ের পর বার্সেলোনার জন্য কোনো ‘গার্ড অব অনার’ দেওয়া হয়নি। এ ছাড়া বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গে জাবির দূরত্ব তৈরির কথাও শোনা যাচ্ছে।
তবে এমবাপে তার রিয়াল কোচের চাকরি বাঁচাতে চেষ্টার কমতি রাখেননি বলে দাবি লে’কিপের। সংবাদমাধ্যমটি বলছে, ফরাসি অধিনায়ক সচেতনভাবে জানতেন সৌদি আরবে হওয়া এল ক্লাসিকোতেই আলোনসোর ভবিষ্যতের রায় হয়ে যেতে পারে। সাবেক স্প্যানিশ তারকার সঙ্গে লস ব্লাঙ্কোসদের দীর্ঘমেয়াদী প্রজেক্টে কফিন পরানো হতে পারে ম্যাচের ফল নেতিবাচক হলে। ফলে হাঁটুর ইনজুরি সত্ত্বেও এমবাপে নিজেকে খেলার জন্য প্রস্তুত বলে জানান। যদিও চিকিৎসকদের পরামর্শে অন্তত ২১ জানুয়ারি পর্যন্ত মাঠের বাইরে থাকার কথা ছিল তার।
ঝুঁকি সত্ত্বেও এভাবে খেলার জন্য নিজেকে প্রস্তুত করা ‘আত্মত্যাগী’ মনোভাব বলে উল্লেখ করেছে লে’কিপে। ক্লাবের টপ স্কোরার এই তারকা ভেবেছিলেন তার উপস্থিতি চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াইয়ে বাড়তি শক্তি জোগাবে। যদিও তাকে মাঠে বদলি নামানো হয় শেষদিকে। ম্যাচের ৭৬ মিনিটে গঞ্জালো গার্সিয়ার জায়গায় মাঠে প্রবেশ করেন এমবাপে। এর মিনিট তিনেক আগেই ৩-২ ব্যবধানে পিছিয়ে পড়ে রিয়াল। শেষ পর্যন্ত সমতায় ফেরার চেষ্টা চালালেও জাবি আলোনসোর দল হারের তিক্ততা নিয়ে ফিরেছে।
আর বড় চোটে পড়ার আশঙ্কায় দেওয়া চিকিৎসকদের নির্দেশনা অমান্য করে এমবাপের খেলতে নামা বাজি ধরার মতো বলেও উল্লেখ করেছে ফরাসি গণমাধ্যম। তাদের মতে, রিয়াল ম্যানেজারের প্রতি শ্রদ্ধা ও প্রশংসা আগে থেকেই ছিল ফ্রান্স অধিনায়কের, তাই তাকে সমর্থন দিতে ব্যক্তিগত ইচ্ছাকে প্রাধান্য দিয়েছেন এমবাপে। তার হাঁটুর ইনজুরি বেশ গুরুতর এবং জানুয়ারির শেষ নাগাদ ছাড়া খেলায় ফেরা সম্ভব নয় বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। তিনি যেমন পরিকল্পনা বদলাতে প্রভাবিত করেছেন, তেমনি নিজের সেরা স্ট্রাইকারকে পেতে বিপজ্জনক সিদ্ধান্ত নিতেও ভাবেননি আলোনসো।ত্যাগ ও নিবেদনের মানসিকতা দেখালেও, স্প্যানিশ সুপারকোপায় হারের পর সমালোচনা তিরে বিদ্ধ হচ্ছেন এমবাপেও। বিশেষ করে প্রতিপক্ষ বার্সেলোনার খেলোয়াড়দের গার্ড অব অনার না দেওয়ায় তার ভূমিকা অগ্রগণ্য হিসেবে দেখছেন অনেকেই। ফুটবলবোদ্ধাদের কাছে এটি ছিল খেলোয়াড়সুলভ আচরণের অভাব, যা জাবির ব্যক্তিত্বের সঙ্গে একেবারেই যায় না। এটি আরেকটি ব্যাপারও ইঙ্গিত করছিল- দলের নিয়ন্ত্রণ কোচের হাতে নয়, বরং খেলোয়াড়দের হাতে। ওই সময় জাবির মনে কী চলছিল- না, যথেষ্ট হয়েছে!
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা