অনলাইন ডেস্ক
মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
উপজেলার কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া এলাকায় বসবাসরত পরিবারটির অন্যতম সদস্য জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিল্পী আক্তার। করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় তার ফলাফল কোভিড-১৯ নেগেটিভ এসেছে।
তবে ডা. শিল্পীর বা-মাসহ পরিবারটির ১৮ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন ১৪ বছর বয়সী কিশোর থেকে ৭৪ বছর বয়সী বৃদ্ধ। তবে তাদের কারও শরীরেই কোনো উপসর্গ ছিলো না বলে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র।
ডা. শিল্পী জানান, সিভিল সার্জন অফিসে তার জন্য নিয়মিত খাবার দিয়ে যেতেন তার ছোট ভাই। সম্প্রতি ওই ভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা করা হয়। গত ২১ এপ্রিল ফলাফল কোভিড-১৯ পজিটিভ আসে তার। পরে সন্দেহ দূর করতে গত ২৩ এপ্রিল বাকি ১৮ সদস্যেরও নমুনা সংগ্রহ করা হয়। এতে সাত বছরের এক শিশু ছাড়া অন্য সবার শরীরেই সংক্রমণ ধরা পড়ে।
শিল্পী আক্তার আরও জানান, বর্তমানে আক্রান্তদের সবাই বাড়িতে আইসোলেশনে আছেন। সেখানেই তাদের চিকিৎসা চলছে।
স্থানীয় কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুও বিষয়টি সম্পর্কে অবগত আছেন বলে জানিয়েছেন।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা