ফজলে হাসান আবেদের মৃত্যুতে বাংলাদেশের নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা ও বৈষম্য নিরসনের আন্দোলনে অপূরণীয় শূন্যতা তৈরি হলো : মহিলা পরিষদ
ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের মৃত্যুতে বাংলাদেশের নারী- পুরুষের সমতা প্রতিষ্ঠা ও ধনী- দরিদ্র বৈষম্য নিরসনের সামাজিক আন্দোলনের অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো।
শনিবার (২১ অক্টোবর) বাংলাদেশ মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মােসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু এক শোকবার্তায় একথা বলেন।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের উন্নয়নের এবং নারী- পুরুষের সমতা প্রতিষ্ঠার অন্যতম পথদ্রষ্টা, বিশ্বের সর্ববৃহৎ এনজিও- ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ শুক্রবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন অত্যন্ত মানবিক, নিরলস শ্রম ও গভীর দেশপ্রেমে উদ্বুদ্ধ এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। তিনি ছিলেন নারী আন্দোলন তথা বাংলাদেশ মহিলা পরিষদের একান্ত সুহৃদ।
দেশপ্রেমিক, যুক্তরাজ্যের নাইট উপাধিতে ভূষিত এই ব্যক্তিত্বের মৃত্যুতে দেশ এক দেশপ্রেমী, দায়বোধসম্পন্ন ব্যক্তিত্বকে হারালো।
বাংলাদেশ মহিলা পরিষদ তাঁর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করছে। বাংলাদেশ মহিলা পরিষদ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছে।
আরও পড়ুন : ফজলে হাসান আবেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা