অনলাইন ডেস্ক
বুধবার (১৩ এপ্রিল) রাজধানীর নিউ মার্কেট, মৌচাক, শান্তিনগর, কর্ণফুলী সিটি, আজিজ সুপার মার্কেট, বসুন্ধরা সিটিসহ রাজধানীর বিভিন্ন মার্কেটে ক্রেতাদের ভিড় ছিল। একাধিক ক্রেতা জানান, ঈদ ও পয়লা বৈশাখ সামনে রেখে মানুষ কেনাকাটা করতে এসেছে। জামা, জুতা, কসমেটিকস, গয়নাসহ নানা পণ্য বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানান, ঈদ ও পয়লা বৈশাখ উপলক্ষে বিকিকিনি বেড়েছে। বিপণিবিতানের পাশাপাশি ফুটপাতের দোকানেও চলছে বেচাকেনা।
বৈশাখে সাধারণত দেশীয় সুতি পোশাকের চাহিদা বেশি থাকে। তাতে লাল-সাদাসহ উজ্জ্বল, বৈচিত্র্যময় রঙের মিশেল থাকে। আর ঈদে দেশীয় সুতি কাপড়ের পাশাপাশি হাফ সিল্ক, জর্জেট, মসলিন, শাটিন, লিনেন কাপড়ের পোশাক বেশি বিক্রি হয়। সব ধরনের, সব রঙের পোশাকই ঈদে পরে মানুষ।
রাজধানীর বিপণিবিতান ঘুরে দেখা গেছে, বৈশাখের তুলনায় ঈদের পোশাক বেশি বিক্রি হচ্ছে। আবার দুটি উৎসব মিলিয়ে পোশাক কিনছেন অনেকে। রাজধানীর অন্যান্য মার্কেটের তুলনায় কর্ণফুলী সিটিসহ বিভিন্ন বিপনিবিতানে দেশীয় পোশাকের ফ্যাশন হাউজে ক্রেতার আনাগোনা বেশি দেখা গেছে।
বাংলার মেলার ফ্যাশন হাউজের কর্ণধার গোলাম মওলা জানান, রাজধানীর বিভিন্ন আউটলেটের তুলনায় বসুন্ধরার দোকানে বিক্রি বেশি।
শাহবাগের আজিজ সুপার মার্কেটের ম্যানেজার হাবিবুর রহমান বলেন, রোজার মধ্যে নববর্ষ পড়ায় বৈশাখের পণ্য ৭০ শতাংশে নামিয়ে এনেছেন। ক্রেতা খুব কম। বৈশাখের চেয়ে ঈদের পোশাক বেশি বিক্রি হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুরুল ইসলাম আজিজ সুপার মার্কেট থেকে পাঞ্জাবি কিনেছেন। তিনি বলেন, ‘বৈশাখ পালন ছাড়া ভালো লাগে না। বৈশাখে নতুন পাঞ্জাবি কিনেছি। ঈদও ওটা দিয়ে চালিয়ে দেবো। ঈদের জন্য আলাদা করে শার্ট, প্যান্ট বা টি-শার্ট কিনবো।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী মিনা বলেন, ‘নতুন শাড়ি কিনেছি। চারুকলার মঙ্গল শোভাযাত্রায় পরে যাবো।’
রোজার কারণে পয়লা বৈশাখের পোশাক খুব একটা ব্যবসা করতে না পারলেও দুই উৎসব মিলিয়ে ভালো বিক্রির আশা করছেন বাংলাদেশ অভ্যন্তরীণ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি আলাউদ্দিন মালিক। তিনি বলেন, ‘রোজার ঈদ মুসলমানদের সবচেয়ে বড় উৎসব। সবাই ঈদে কিছু না কিছু কেনে। আশা করি ২০ হাজার কোটি টাকার মতো ব্যবসা হবে।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা