অনলাইন ডেস্ক
রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে আসেন স্বাস্থ্যমন্ত্রী। পরে ফেরার সময় উপস্থিত সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসকরা খুব ভালো চিকিৎসা দিচ্ছেন ও অবস্থা পর্যবেক্ষণ করেছেন।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ওয়াহিদার ডান দিকের অংশটা এখনো অবশ আছে। আশা করছি, চিকিৎসায় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমরা গর্বিত যে, নিউরোসায়েন্স অত্যন্ত সফলতার সঙ্গে অপারেশন ও চিকিৎসাটা করেছে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসার সার্বিক খোঁজ খবর রাখছেন। হাসপাতালের পরিচালক প্রফেসর দীন মোহাম্মদ সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন।’
তিনি আরও বলেন,‘অপারেশন পরবর্তী ৭২ ঘণ্টা আগামীকাল শেষ হবে। এখনো ইনফেকশন দেখা যায়নি। আশা করা যায়, পুরোপুরি তিনি ভালো হয়ে যাবেন।’
প্রসঙ্গত, গত বুধবার ভোররাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা জামান ও তার বাবাকে ঘরে ঢুকে কুপিয়ে, হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে দুই দুর্বৃত্ত। পরে মাথায় গুরুতর আঘাত পাওয়া ওয়াহিদা খানমকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে আসা হয়। ওইদিন রাতেই জাতীয় নিউরোসায়েন্স ইন্সটিটিউট হাসপাতালে তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়।
এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা