অনলাইন ডেস্ক
শুক্রবার (২৪) জুলাই দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘সামনে ঈদুল আজহা। গণপরিবহন নিয়ে আমরা সংকটের মধ্যে আছি। একদিকে করোনাভাইরাসের সংক্রমণ, অপরদিকে বন্যা। এরকম পরিস্থিতিতে সড়ক, রেল, আকাশ ও নৌ পথে যাতায়াতের ক্ষেত্রে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে। করোনাভাইরাসের প্রকোপের মধ্যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে যতটুকু সম্ভব সঠিক ব্যবস্থাপনায় নৌ পথে ঈদযাত্রাকে আমরা সুন্দর করতে চাই।’
তিনি বলেন, ‘আমি যাত্রীদের কাছে বিনীত অনুরোধ জানাই, প্রয়োজন ছাড়া আমরা যেন এবার ঈদযাত্রা পরিহার করি। কারণ, বেঁচে থাকলে আমরা অনেক ঈদ উযাপনের সুযোগ পাব। কাজেই তাড়াহুড়ো করে জীবনের ঝুঁকি নিয়ে ঈদযাত্রা না করাই আমাদের জন্য মঙ্গলজনক।’
সভায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্মানে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রয়াত সদস্যদের পরিবারের মধ্যে অর্থিক অনুদানের চেক তুলে দেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমানের সংঞ্চালনায় বকবতব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক মুরসালিন নোমানি, কবির আহমেদ খান, সানলাইফ ইন্সুরেন্স কোম্পানির উপ ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন সোহাগ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা