অনলাইন ডেস্ক
তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) বলছে, পরিস্থিতি যেমনই হোক এবার হবে অলিম্পিক। সম্প্রতি আয়োজক দেশ জাপান এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মধ্যে তিনদিনের ভার্চুয়াল কনফারেন্স অনুষ্ঠিত হয়। এরপর আইওসির সহ-সভাপতি জন কোটস জানান, অবশ্যই হবে অলিম্পিক।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এক কর্মকর্তা খুব জোরের সঙ্গে জানিয়ে দিয়েছেন, তারা কোনোভাবেই পিছপা হবেন না। গেমস মাঠে গড়াতে আর মাত্র ৯ সপ্তাহ সময় বাকি আছে। এই সময়ে এসেও আইওসি গেমস আয়োজন নিয়ে দ্বীধা-দ্বন্দ্বে রয়েছে। বিশেষ করে, করোনার কারণেস জাপানের চিকিৎসা ব্যবস্থার জন্য বড় ধরনের একটা চ্যালেঞ্জ হিসেবে হাজির হয়েছে এই গেমসটি।
জন কোটস ভার্চুয়াল কনফারেন্স শেষে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘অলিম্পিক ভিলেজে যেসব অ্যাথলেট থাকবে, ২৩ জুলাই গেমস শুরুর আগে তাদের ৮০ ভাগকেই ভ্যাকসিন দেওয়া হবে।’ তিনি একই সঙ্গে যোগ করেন, বিদেশি ডেলিগেটসদের জন্য আলাদা মেডিক্যাল দল কাজ করবে।
টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। যার দেশ আবার ২০২৪ সালের অলিম্পিকের আয়োজক।
তবে আইওসি কিংবা টোকিও প্রশাসন গেমস আয়োজনে যতই উদ্যোগী হোক, সাধারণ জনগন এই গেমস আয়োজনের তুমুল বিরোধী। রয়টার্সের একটি কোম্পানি শুক্রবার একটি জরিপ রিপোর্ট প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, ৭০ ভাগ জাপানি চায় না, এই গেমস আয়োজন হোক। তারা চায় এই গেমস বাতিল করা হোক কিংবা আবারও স্থগিত করা হোক।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা