ফোন হাত থেকে পড়ে গেলে শেষ ভরসা হিসেবে কাজে দেয় স্ক্রিন প্রোটেক্টর ও ফোন কেইস। এই দুটি অ্যাক্সেসরিজ ফোনে লাগানো থাকলে ফোনের ডিসপ্লে ভাঙার আশংকা থাকে না। হাত থেকে ফোন মাটিতে পড়ে গেলে বড়জোর স্ক্রিন প্রোটেক্টের ভাঙে।
তবে কপাল বেশি খারাপ হলে প্রোটেক্টরসহই ডিসপ্লে ভাঙতে পারে। কম দামি ফোন হলে ডিসপ্লে সারাতে খুব বেশি খরচ হয় না। তবে প্রিমিয়াম ফোনের ডিসপ্লে মেরামতের খরচ অনেক বেশি। তাই অ্যাপল, গুগল ও স্যামসাং ফোনের ইন্সুরেন্স করানোরও সুবিধা দেয়।
যদিও সবার এই ইন্সুরেন্সের প্রয়োজন পড়ে না, অনেকেই আছেন যাদের ফোন কখনওই ভাঙেনি।
ব্যবহারকারীদের স্মার্টফোনের ডিসপ্লে ভাঙার হার কেমন তা জানতে সম্প্রতি এক জরিপ চালায় সংবাদ মাধ্যম অ্যান্ড্রয়েড অথোরিটি।
তাদের জরিপে ভোট পড়ে ১৪শ’। এর মধ্যে অর্ধেকের বেশি, প্রায় ৫১ দশমিক ৬ শতাংশ জানিয়েছেন, কখনোই তাদের ডিসপ্লে ভাঙেনি। ২৭ দশমিক ৪ শতাংশ জানিয়েছেন, ফোন ভাঙলেও তা মেরামত করে আবার ব্যবহার করছেন। ২১ শতাংশ জানিয়েছেন, বর্তমানে ভাঙা ফোনেই তারা ব্যবহার করছেন।
এখন মানুষ আগের চেয়ে বেশি সচেতন। তাই ফোন ভাঙার হার কমেছে। নতুন ফোন কেনার সঙ্গে সঙ্গে ক্রেতারা প্রোটেক্টর ও ফোন কেইসও কেনেন। এতে স্মার্টফোন অ্যাক্সেসরিজের জন্য বড় বাজার তৈরি হয়েছে।
সূত্র: টেক শহর
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা