অনলাইন ডেস্ক
বৃষ্টির আগে ৯ ওভারে চার উইকেটে ৬৯ রান তুলতে পারে প্রোটিয়ারা। বৃষ্টি থামলে ২০ ওভারের খেলা কমিয়ে ১৪ ওভার করা হয়। তখন দক্ষিণ আফ্রিকাকে নতুন লক্ষ্য দেওয়া হয় ১৪ ওভারে ১৪২ রান। ইতোমধ্যে ৬৯ রান এবং ৯ ওভার শেষ হওয়ায় আগামী ৩০ বলে ৭৩ রান করতে হবে টেম্বা বাভুমাদের।
আজ বৃহস্পতিবার দিনের একমাত্র ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। দলীয় ৪৩ রানেই চার উইকেট হারায় তারা। তবে শাদাব-ইফতিখার জুটিতে শেষ পর্যন্ত ভালো সংগ্রহ পায় পাকিস্তান। তাদের ৮২ রানের জুটিতে পাকিস্তান করে ১৮৫ রান।
জবাবে ব্যাটে নামলে প্রথম ওভারেই দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কককে (০) আউট করেন শাহীন শাহ আফ্রিদি। দলীয় ১৬ রানে রাইলি রুশোকেও (৭) আউট করেন তিনি। ২ উইকেট পেয়েছেন শাদাব খানও। ৭.১ ওভারে প্রোটিয়াদের ৬৫ রানে টেম্বা বাভুমা (৩৬) এবং ১ বল পরেই এইডেন মার্করামকে আউট করেন শাদাব। বৃষ্টির আগে ৯ ওভারে ৪ উইকেটে ৬৯ রান তুলতে পারে প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকা আজ জয় পেলে গ্রুপ ‘বি’ থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করবে। তবে পাকিস্তান আজ এবং ৬ নভেম্বর বাংলাদেশকে হারাতে পারলে সেমির দৌঁড়ে এগিয়ে যাবে, যদি ভারত জিম্বাবুয়ের সঙ্গে হেরে যায়। বর্তমানে গ্রুপ ‘বি’ তে ৩ ম্যাচ খেলে ৫ পয়েন্টি নিয়ে দ্বিতীয় অবস্থানে দক্ষিণ আফ্রিকা। সমান ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে পাকিস্তান।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা