অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকার হয়ে ছয়টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টি খেলেছেন উইজ। দুই ফরম্যাট মিলিয়ে ১৯৪ রানের পাশাপাশি নিয়েছেন ৩৩ উইকেট। ২০১৭ সালের জানুয়ারিতে কোলপাক চুক্তিতে কাউন্টিতে পাড়ি জমান এই প্রোটিয়া অলরাউন্ডার। সেখানে সাসেক্সের হয়ে তিন বছর খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। এরপর থেকেই জাতীয় দলের বিবেচনার বাইরে চলে যান তিনি।
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন উইসে। নামিবিয়ার হয়ে খেলতে কোনো বাধা নেই তার। তার বাবার জন্মস্থান নামিবিয়াতে। ফলে দলটির হয়ে খেলার জন্য নতুন করে নাগরিকত্বের কোনো প্রয়োজন নেই উইসের।
নামিবিয়ার প্রধান কোচ ডি ব্রুইন এ প্রসঙ্গে বলেছেন, ‘ডেভিডের বাবা এখানে জন্মগ্রহণ করেছিল। তাই নামিবিয়ার হয়ে খেলতে তার কোনো বাধা নেই। সে এখন টি-টোয়েন্টি ব্লাস্টে খেলছে ইংল্যান্ডে। এরপর সে বিশ্বকাপে খেলতে পারবে। আমি এর জন্য দারুণ উন্মুখ। তার দল সাসেক্স কোয়ার্টার ফাইনালে খেলবে। আমি অবশ্যই দেখবো সে কেমন করে। কিন্তু আমি আশাবাদী সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগ দেবে।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা