নেপালী এক তরুণী প্রেমের টানে টাঙ্গাইলের সখীপুরে এসেছেন। ভালোবাসার মানুষকে বিয়ে করতে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নেপালী তরুণী সানজু কুমারী খাত্রী (২০)।
সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে প্রবাসী নাজমুল হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বর্তমানে নাজমুলের বাড়িতে বাঙালি নারীদের মতো সংসারও শুরু করেছেন সানজু।
প্রেমিক নাজমুল হোসেন জানান, মালয়েশিয়া থাকাকালীন সানজু কুমারী খাত্রীর সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় ৪ বছর ধরে চলে তাদের একে অপরের সঙ্গে চেনা জানা ও প্রেমের সম্পর্ক।
১৫ দিন আগে দুজনে বাংলাদেশে এসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। নাজমুল বলেন, সানজুর ধর্ম ছিল হিন্দু। কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করায় তার নাম রাখা হয়েছে খাদিজা।
দিনাজপুরে ছাত্রদল নেতা মজনুকে কুপিয়ে হত্যা
খাদিজা বাঙালি আচার-আচরণ ও পোশাক পরিধান করলেও ভাষাগত কিছু সমস্যা আছে। সে বাংলা ভাষা বুঝে কিন্তু বলতে কিছুটা সমস্যা হয়। এর আগে টাঙ্গাইলে আদালতের মাধ্যমে কোর্ট ম্যারেজসহ স্থানীয় নিকাহ রেজিস্ট্রার দিয়ে বিবাহ সম্পূর্ণ করা হয়।
নেপালের কাঠমান্ডু শহরেই মেয়েটির বাড়ি সেখান থেকে পারিবারিক সম্পর্ক ছিন্ন করে নাজমুলের হাত ধরে বাংলাদেশে আসে সানজু।
বিদেশি এক নারী ভালোবেসে বাংলাদেশে এসেছে এমন সংবাদ শুনে তাদের দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসছে নাজমুল হোসেনের বাড়িতে।
নাজমুলের বাবা হুমায়ুন কবীর বলেন, ছেলের বউ দেখে আমরা খুব খুশি হয়েছি। ওদের আনন্দেই আমরা আনন্দিত।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা