অনলাইন ডেস্ক
তিনি লিখেন, আলোচিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি নিয়ে এবার সমালোচনা করছে লেখিকা তসলিমা নাসরিন। লিখছে- রেহানাকে তার সংবেদনশীল, সৎ বা উদার কোনো মানুষ মনে হয় নাই। হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। এই নারসিসিস্ট বেয়াদব মহিলা তো নিজেই সংবেদনশীল না। ‘আবরার এমনি এমনি মরে গেছে, হত্যা ইচ্ছাকৃত নয়’ বলার পর আমি তাকে ট্রিটমেন্ট নেয়ার পরামর্শ দিলে, সে আমাকে ডিলিট করে। যে নিজের সমালোচনা সহ্য করতে পারে না, সে মুক্তমনা-উদার হয় কেমন করে?
তিনি আরও লিখেন, যে লেখা সামান্য বোঝে, সে জানে যে তসলিমার লেখা অত্যন্ত নিম্নমানের। একটা কবিতা লিখেছি- একটু দেখুন না দেখুন না করে বড় বড় লেখকদের পা চেটে একটা জায়গা করে নিয়েছিল মাত্র। আর ডাক্তার এবং মোটামুটি সাদা চামড়ার নাদুস-নুদুস একটা কিছু ছিল বলে বড় লেখকদের সহযোগী হিসেবে জায়গা পেয়ে যায়। দু’একটা নিম্নমানের বই-টই লিখল। অশিক্ষিত মৌলবাদীরাও হৈ হৈ করে উঠল।
দেশের বাইরে একটা পার্মানেন্ট ব্যবস্থা হয়ে গেল। ওরে আর পায় কে? আচ্ছা, ও সিনেমার কী বোঝে? বুড়ো বয়সে অতৃপ্তিতে ভুগছে। কিছু বলদ ফ্যান-ট্যান জুটিয়ে প্রসার- সহমত দিদি, সহমত দিদি শুনতে শুনতে দিন দিন আরও অসুস্থ হয়ে যাচ্ছে। মুক্তমনা শব্দের পেছন মেরে ছেড়েছে ফাজিলটা…।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা